কলকাতা: ট্রেন দুর্ঘটনায় হুগলির বাসিন্দা সুনিতা বর্মার পা বাদ গিয়েছে । আহত ছাত্রীকে দেখতে সোমবার আর জি কর হাসপাতালে (RG Kar Medical College And Hospital) যান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। হাসপাতালে গিয়ে বিমর্ষ হয়ে পড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ছাত্রীটি ভালো আছে। আমি বলেছি, আমরা তোমার পাশে আছি। তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। আশা করি, মানবিক মুখ্যমন্ত্রী এই ছাত্রীটির পাশেই থাকবেন। সরকারি হাসপাতালের চিকিতসা ব্যবস্থা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
গত ৭ তারিখে পরীক্ষা দিতে যাওয়ার সময় উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনে পা পিছলে পড়ে যান সুনিতা বর্মা। ট্রেন দুর্ঘটনায় দুটি পা কাটা পড়ে ওই কলেজ ছাত্রীর। বাড়ি হুগলির চাঁপদানির বিএম রোডে। মহা দেবানন্দ মহাবিদ্যালয়ের প্রথম সেমেস্টারের ছাত্রী সুনীতা বর্তমানে আর জি কর হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ব়্যাগিং দূর করার ডাক উঠল
বিচারপতি বলেন, আমি ও বেশ কয়েকজন আইনজীবী এই ছাত্রীর পাশে আছি। ওই ছাত্রীর বাবা নেই। বাড়িতে মা এবং ভাই রয়েছেন। তার পড়াশোনা কিংবা অঙ্গ প্রতিস্থাপনের জন্য যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেব আমরা।