ওয়েব ডেস্ক: আজ এসএসসির পক্ষ থেকে বলা হয়েছিল তালিকা প্রকাশ করা হবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের। সময়সীমা ছিল সন্ধ্যে সাড়ে ৬ টা পর্যন্ত। কিন্তু তখনও মাত্র ৩ দফা কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হয় এসএসসির পক্ষ থেকে। কিন্তু যতক্ষণ না ১২ দফার কাউন্সিলিং লিস্ট সম্পূর্ণ প্রকাশ করে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা হবে, ততক্ষণ, ততদিন পর্যন্ত এসএসসি অফিসের সামনে চাকরিহারারা অবস্থান চালাবেন বলে জানান চাকরিহারারা।
আরও পড়ুন: বুধে এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক
এক প্রকার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাঁদের। পরিস্থিতি ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠতে দেখা যায়। রাত যত বারে পরিস্থিতি আরও জটিল হয়। গোটা এসএসসি ভবন চত্বর জুড়ে চাকরি হারারা অবস্থানরত। দিচ্ছেন স্লোগান, বাজাচ্ছেন বোতল। ‘ চোর চোর ‘ স্লোগানে মুখরিত গোটা এলাকা। আর এই আবহে চাকরিহারাদের পাশে এবার জুনিয়র চিকিৎসকেরা!
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ অনিকেত মাহাতো এবং দেবাশীষ হালদার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন চাকরিহারদের বিক্ষোভ সমাবেশে। I তাঁরা সাফ জানিয়েছেন চাকরিহারাদের পাশেই আছেন তাঁরা।
দেখুন অন্য খবর