কলকাতা: মঙ্গলবার বিকেল ৫টায় চাকরিহারা শিক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই আলোচনায় বসার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি দিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ।পাঁচ দফা দাবি জানিয়ে ইমেইল মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়, “রিভিউ বা কিউরেটিভের মাধ্যমে আমাদের জিতিয়ে আনতেই হবে । নতুন করে আমরা পরীক্ষায় বসতে চাইছি না । অধিকাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকা ১০ বছর পর বিভিন্ন অসুস্থতায় পর্যবসিত নতুন করে পরীক্ষা নিলে সবার চাকরি সুরক্ষিত থাকবে না । তাহলে যোগ্য হওয়া সত্ত্বেও তাদের জীবন মৃত্যুমুখে পর্যবসিত হবে । তাদের জীবন-জীবিকার ভার কীভাবে সুরক্ষিত হবে ? দয়া করে এটা ভেবে দেখবেন । পাশাপাশি নেটিফিকেশন না দিয়ে আইনগতভাবে বেতন চালু রেখে স্বপদে বহাল রাখার ব্যবস্থা করতে হবে । পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর সমান শাস্তি । আমরা নোটিফিকেশনের আতঙ্কে আছি । সকল যোগ্যের চাকরি পরীক্ষার মাধ্যমে বহাল রাখার ব্যবস্থা কী হতে পারে ?”
আরও পড়ুন: বিকেল ৫টায় বিস্ফোরণ, স্বাস্থ্যভবনে হুমকি মেইল
আরও লেখা হয়,”আমরা আইনজীবীদের থেকে পরামর্শ নিয়েছি, কোর্ট থেকে অনুমতি নিয়ে সরকার চাইলে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে পারে । অযোগ্য বলে সরাসরি চিহ্নিত না-হওয়ার (Not specifically found to be tainted) কারণে যাঁরা অন্য চাকরি ছেড়ে এসেছিলেন (In-service / Left other service), তাঁরা তাঁদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে সুপার নিউমেরারি পোস্টের মাধ্যমে । তাহলে আমরা যাঁরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যাঁরা পূর্বে কোনও চাকরি করতেন না, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না কেন ? সরকার যোগ্যদের জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার জন্য কোর্টের কাছে আবেদন করুক বা সরকার যে কোনও উপায়ে আমাদের স্বপদে বহাল রাখুক ।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এসএসসির দেওয়া তালিকার ভিত্তিতে যারা বেতন পাচ্ছে বা আইনজীবীদের পরামর্শ মতো যাঁদেরকে যোগ্য বলা হচ্ছে, তার একটা সর্টিফায়েড তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে । অথবা, সিবিআই অনুযায়ী যাঁদেরকে অযোগ্য বলা হয়েছে, তাঁদেরকে বাদ দিয়ে সিবিআই-এর তথ্য অনুযায়ী যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে । সিবিআইয়ের মতে সেটাও বলা যেতে পারে
দেখুন আরও খবর: