কলকাতা: বৃহস্পতিবার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আচার্য সদন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। চাকরির দাবিতে আচার্য সদনের গেটের বাইরে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার সকালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা সল্টলেকে আচার্য সদনের সামনে উপস্থিত হন। চাকরির দাবিতে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত হয় বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয় যায়। রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: বিষ্ণুপুরে জলের তোড়ে সেতু ধসল, যাতায়াতে সমস্যা মানুষের
পরে তাঁরা যান হাজরা মোড়ে বিক্ষোভ দেখাতে। সূ্ত্রের খবর, তাঁদের পরিকল্পনা ছিল, হাজরায় জমায়েত হয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাবেন। কিন্তু চাকরি প্রার্থীদের একাংশ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামার পরেই তাঁদের অনেককে পুলিশ আটক করে বলে অভিযোগ। গরম এবং বিশৃঙ্খলার মধ্যে কয়েক জন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। মেট্রোর ভিতরে ঢুকেও বিক্ষোভ দেখাতে দেখা যায় আন্দোলনকারীদের একাংশকে।