মালদহ: আন্তরাজ্য নৌকা পারাপার বন্ধ করল ঝাড়খন্ড পুলিশ (Jharkhand Police)। রাজমহলের ঘাটের (Ghat of Rajmahal) মালিকরা নৌকা পারাপার বন্ধ করেছে বলে দাবি মানিকচক ঘাটের নৌকা মাঝিদের। তাদের অভিযোগ ঝাড়খণ্ড পুলিশ এই নৌকা পারাপার বন্ধ করছে। গত দিন কয়েক ধরে নৌকা পারাপার বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন মানিকচক ঘাটের নৌকা মাঝি থেকে যাত্রীরা।
মালদহের মানিকচকের ঘাট থেকে গঙ্গা নদী পার করে ঝাড়খণ্ডের রাজমহলে যায় বহু ছোট বড় নৌকা। প্রতিদিন হাজার হাজার মানুষ নিজের প্রয়োজনে এপার ওপারে যাওয়া আশা করেন। তবে গতদিন কয়েক ধরে ওপারে ঝাড়খণ্ডের রাজমহলে পুলিশ মাঝিদের ওপর চালাচ্ছে অত্যাচার বলেই অভিযোগ। নৌকা নিয়ে গেলেই সেই নৌকাগুলি আটকে দিচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতে মাঝিরা সমস্যায় পড়ছেন । ঝাড়খণ্ডের পুলিশকে ব্যবহার করে রাজমহল ঘাটের যে সমস্ত মালিক তারা এই সমস্ত চক্রান্ত করছে বলে অভিযোগ মানিকচক ঘাটের নৌকা মাঝিদের। পারাপার বন্ধ থাকায় সমস্যাই মাঝিদের শতাধিক পরিবার।
আরও পড়ুন: জোগান বেশি, দুর্গাপুজোয় সস্তা হতে চলেছে ইলিশ মাছ
পুলিশ প্রশাসন কোন বাধা বিপত্তি না দিলেও ঝাড়খণ্ডের পুলিশের বাধা হয়রানির সম্মুখীন হচ্ছেন মাঝরা বলেই অভিযোগ তাদের। যে সমস্ত লঞ্চ বোর্ড চলে সেগুলিতে সুবিধা পাইয়ে দিতেই বাড়তি যাত্রীর জন্য এভাবেই ঝড়খণ্ডের পুলিশকে ব্যবহার করে চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ মাঝিদের। নৌকা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ছাত্রীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে লঞ্চ বোর্ডের অপেক্ষায় নিত্যযাত্রীরা।