জলপাইগুড়ি: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি ( Jalpaiguri) মোহিত নগরের এক সিমেন্ট কারখানার (Cement Factory) সামনে উত্তেজনা ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ জলপাইগুড়ি শিলিগুড়ি রাস্তা অবরোধ করেন। কতোয়ালি থানায় পুলিশ ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরলেন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সিমেন্ট কারখানা থেকে একটি ট্রাক বের হচ্ছিল দ্রুত গতিতে। সেই ট্রাকে ধাক্কায় গুরুতর জখম হল স্থানীয় বাসিন্দা মনা দাস। একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে ট্রাক রেখে পালিয়ে যায় চালক। অভিযোগ, উত্তেজিত জনতা ট্রাকে ভাঙচুর তালায়। সিনেন্ট কারখানার সামনে চারজন নিরাপত্তা কর্মী মোতায়ন করার দাবি তুলে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অবরোধ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজুত জনতাকে ছত্রভঙ্গ করে।
আরও পড়ুন: বাঁকুড়ায় সুভাষ সরকারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দাস বলেন, আমার মামা দুর্ঘটনার শিকার হন। অল্পের জন্য প্রাণে বাঁচেন। ওই কারখানার সামনে নিরাপত্তা কর্মী রাখতে হবে এই কারণে রাস্তা অবরোধ করা হয়েছে। এদিকে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সঞ্জীত কর্মকার বলেন, ট্রাকে ধাক্কায় একজন গুরুতর জখম হয়। আমাদের দাবি, দুর্ঘটনা এড়াতে সিমেন্ট কারখানার সামনে নিরাপত্তা কর্মী রাখা হোক। সিমেন্ট কারখানার তরফে শান্তুনু ঘোষ রায় বলেন, “ট্র্যাফিক ওসি এসেছিলেন কারখানার সামনে কর্মী ও ব্যারিকেড রাখতে বলা হয়েছে। সেটা দেখা হচ্ছে।