কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হলেন জহর সরকার। হার নিশ্চিত জেনে এই আসনে প্রার্থী দেয়নি বিজেপি। প্রাক্তন আইএএস জহরবাবু এর আগে প্রসারভারতীর সিইও পদে আসীন থাকাকালীন বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে সরব হন। যার জেরে মোদি সরকারের সঙ্গে তাঁর সংঘাত বাধে। জহরবাবু এই পদ থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুন- বুধবার রাজ্যসভার সাংসদ পদে শপথ নেবেন জহর সরকার
এরপর সোশাল মিডিয়া ও বিভিন্ন সংবাদপত্রে মোদি সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের আট দফা নির্বাচন নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জহরবাবুর চিরকালই সুসম্পর্ক রয়েছে। যার ফলে মুখ্যমন্ত্রীর টেলিফোন পাওয়ার পর রাজ্যসভায় প্রার্থী হওয়ার বিষয়ে আর আপত্তি জানাননি প্রাক্তন এই আমলা।
আরও পড়ুন- বাংলার কথা সংসদে তুলবেন স্পষ্টবাদী জহর
সোমবার রাজ্য বিধানসভায় জহরবাবুর হাতে সরকারিভাবে জয়ের শংসাপত্র তুলে দেন বিধানসভার সচিব সুপ্রতীম ভট্টাচার্য। সূত্রের খবর সোমবারই দিল্লির যাচ্ছেন জহরবাবু। আগামী বুধবার রাজ্যসভায় শপথ নেবেন তিনি।