কলকাতা: মা ক্যান্টিনের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিবকে কড়া চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ১ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh Attacks Jagdeep Dhankhar)। তাঁর দাবি, পুরভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই রাজ্যপাল (Jagdeep Dhankhar) এ কাজ করেছেন। সাংবিধানিক প্রধান হয়ে দলদাসের কাজ করছেন তিনি।
করোনা অতিমারির সময় গরিব মানুষের কথা ভেবে ‘মা’ ক্যান্টিন চালু করে রাজ্য সরকার। ১ এপ্রিল ২০২১ সাল থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও তার দেড় মাস আগেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করে ১০০ কোটি টাকা। প্রকল্প শুরুর দেড় মাস আগে কোন খাত থেকে ‘মা’ ক্যান্টিন প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হল, সে বিষয়ে জানতে চেয়ে রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিবকে শনিবার চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিশদ রিপোর্ট তাঁকে দিতে হবে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় একটানা লকডাউনে বেহাল হয়ে পড়ে গোটা দেশের অর্থনীতি। সাধারণ মানুষের উপরেও এর প্রভাব পড়ে। রুটিরুজি হারিয়ে চরম অনিশ্চিত জীবনের মুখোমুখি হয় সাধারণ মানুষ। জীবিকা হারিয়ে পেটের ভাত জোটানোর মতো অবস্থা অনেকেরই ছিল না। এমত অবস্থায় মসিহা হয়ে ওঠে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে চালু হয় ‘মা’ ক্যান্টিন। নামমাত্র মূল্যে গরিব মানুষের জন্য দু-বেলা দু-মুঠো খাবরের ব্যবস্থা করা হয়। এই প্রকল্পের বাস্তবায়নে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
আরও পড়ুন: Maa Canteen: রাজ্য-রাজ্যপাল ফের সংঘাত, ‘মা’ ক্যান্টিনের বরাদ্দ নিয়ে রিপোর্ট তলব ধনখড়ের
রাজ্যপাল মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তোলায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। সাংবিধানিক প্রধান হয়ে দলদাসের কাজ করছেন তিনি। সাধারণ মানুষ চক্রান্তের জবাব রবিবার ভোটবাক্সে দেবেন।’ তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেন, ‘রাজ্য সরকার কেন রাজ্যপালকে রিপোর্ট দিতে যাবে। সরকার রাজ্যপালের কাছে রিপোর্ট দিতে বাধ্য নয়। রাজ্য সরকার যা জানানোর বিধানসভায় জানাবে।’