কলকাতা: এবার ডেঙ্গিতে (Dengue) মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক ছাত্রের। এমটেক প্রথমবর্ষের পড়ুয়া ছিলেন ওই ছাত্র। মৃত ছাত্রের নাম ওহিদুর রহমান। সোমবার কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত ওই ছাত্রের।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩১শে অগাস্ট কে.পি.সি. হাসপাতালে তিনি ভর্তি হন ওহিদুর। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ৩ সেপ্টেম্বর বেলভিউ নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। গত ৮ দিন ধরে চিকিৎসক অমিতাভ নন্দীর চিকিৎসাধীনে ছিলেন। এদিন ৩.০৫-এ চিকিৎসকরা তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন। চিকিৎসক অমিতাভ নন্দী জানিয়েছেন, খুব জটিল অবস্থা নিয়ে ভর্তি হয়েছিল। তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। কিডনি, ফুসফুস, লিভার, প্যানক্রিয়াস অচল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন: দুর্ঘটনায় জখম ছাত্রীকে দেখতে হাসপাতালে বিচারপতি
অন্যদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে বেড়েছে মশার উপদ্রব অভিযোগ পড়ুয়াদের। একাধিক বার বিশ্বিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে জমা জল, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা দিনে দিনে বাড়ছে মশার প্রকোপ। হস্টেলে কয়েকজনের ডেঙ্গিও হয়েছে বলে দাবি করেছিলেন তাঁরা। এ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেভাবে আবর্জনা হয়ে পড়ে থাকে, সেগুলি পরিষ্কার ব্যাপারে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয় না। উপাচার্য কি নোটিস পাঠাব? আমরা গিয়ে পরিষ্কার করি। আমার যাব। আবার গিয়ে আমরা সচেতন করব।
অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজের কর্মী আবাসন ও হস্টেলে থাবা বসিয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া। ইতিমধ্যে আবাসনের ৩টি ব্লকে আক্রান্তের সংখ্যা কমপক্ষে ২০। আক্রান্তদের কয়েকজন ভর্তি ট্রপিক্যাল মেডিসিনে। হাসপাতালের পড়ুয়াদের হস্টেলেও থাবা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৯১ জন। বসিয়েছে দিয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া।