কলকাতা: সোমবার শাসকদলের মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব ঘিরে উত্তাল হল রাজ্য বিধানসভা। ওই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মণিপুর সামাল দিয়ে প্রধানমন্ত্রী ব্যর্থ। তিনি না পারলে আমাদের বলুন আমরা মণিপুর সামলে দেব। প্রস্তাবের বিরোধিতা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এভাবে অন্যরাজের বিষয় নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা যায় না। এটা একটি রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। শুভেন্দু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন। মমতার সঙ্গে তাঁর বাদানুবাদও হয়। প্রস্তাব ভোটাভুটিতে যাওয়ার আগেই বিরোধী সদস্যরা হইহল্লা করে সভা ছেড়ে বেরিয়ে যান।
আরও পড়ুন: পূর্বসূরিকে শ্রদ্ধাজ্ঞাপন, ৯৪ বিশ্বকাপের মারাদোনার জার্সি গায়ে দিলেন মেসি
এদিন মমতা বলেন, আমি মণিপুরে যেতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলাম। কিন্তু সে চিঠির কোনও জবাব পাইনি আমি। এরপর প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন। অথচ তাঁর মণিপুর যাওয়ার সময় হয় না। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? আপনারা মণিপুর শান্ত করতে না পারলে আমাদের দায়িত্ব দিন মণিপুরকে শান্ত করে দেব. বিজেপির ডবল ইঞ্জিন সরকার মানুষকে যে অনিশ্চয়তরা দিকে ঠেলে দিয়েছে তার থেকে রক্ষা পেতে হলে সকলকে এগিয়ে আসতে হবে এ. মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা বিজেপি নই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলব। এদিন সভা থেকে মূল প্রস্তাবটি পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
সেই সঙ্গে তৃণমূলের আনা নিন্দাপ্রস্তাবের বিরুদ্ধে পাল্টা সরব হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই নিয়ে বিধানসভায় আলোচনা করার দরকার নেই।