ভাঙড়: শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে ভাঙড়ে (Bhangar) পঞ্চায়েত বোর্ড গঠনের বৈঠক বয়কট করল আইএসএফ। বুধবার ভাঙড়ে বোর্ড গঠনের বৈঠক ছিল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) বলেন,মনোনয়ন পর্ব থেকে শুরু এখন বোর্ড গঠনের পর্বেও শাসকদলের সন্ত্রাস অব্যাহত রয়েছে। বাংলার মানুষ দেখেছে, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসকদল কী নক্কারজনক ভূমিকা নিয়েছে। এখনও নানা ছলেবলে ডয়ী বিরোধী সদস্যদের ভাঙানোর চেষ্টা চালাচ্ছে।
নওশাদ বলেন, এটা প্রহসন ছাড়া কিছু নয়। তাই আমরা আজ বোর্ড গঠনের বাঠক বয়কট করেছি। সেখানে থাকাও যা, না থাকাও তা। তিনি জানান, আগামিদিনে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি গঠনের বৈঠকও বয়কট করা যায় কি না সে ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাহুলের ‘উড়ন্ত চুমু’র বিরুদ্ধে স্পিকারকে নালিশ বিজেপির মহিলা এমপিদের
আইএসএফ নেতা জানান, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট হয়েছে, তাতে তাঁরা থাকছেন না। তিনি বলেন, যাদের হাতে বাংলার গণতন্ত্র বিপন্ন, তারা দেশের গণতন্ত্র কীভাবে রক্ষা করবে। এই কারণেই আমরা ইন্ডিয়া জোটের থাকছি না।