তমলুক: ফের কুকথা প্রাক্তন বিচারপতির মুখে। নন্দীগ্রামের (Nandigram) মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচার ও জনসংযোগে যান প্রাক্তন বিচারপতি। সেখান থেকেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। লক্ষীর ভান্ডার কি মমতা ও অভিষেকের ‘বাপের টাকা না কি’ যে বন্ধ করে দেবে নন্দীগ্রামে পথ সভায় বললেন ক্ষিপ্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সকালে নন্দীগ্রামের মঙ্গলচকে কর্মীসভা থেকে কার্যত মমতার সরকারকে হুঁশিয়ারি দেন অভিজিৎ।
উল্লেখ্য, তমলুক লোকসভায় বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবু। তারপর থেকেই তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলায় মহিলাদের প্রতি মাসে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়। বলা হয় এই প্রকল্পের সুফল পায় তৃণমূল। য়ার জন্য জোর প্রচার করে বিরোধীরাও। তৃণমূল বলেছে বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেবে। বিজেপি প্রচার করছে তারা ক্ষমতায় এলে টাকার পরিমাণ বাড়িয়ে দেবে। তারই মধ্যে এদিন ওই মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী।
আরও পড়ুন: আইসি দলদাস, অভিযোগ খগেন মুর্মুর
আরও খবর দেখুন