বোলপুর: বিশ্বভারতীর র্যাগিং কাণ্ডে অভিযুক্ত তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদ বিশ্বভারতী কর্তৃপক্ষের। মঙ্গলবার বিশ্বভারতীর উপাচার্য দফতরে অভিযুক্ত তিন ছাত্রকে নিয়ে আসা হয় গাড়িতে। সকাল থেকেই চলছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। সুত্রের খবর, বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযুক্ত তিন পড়ুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে।
বিশ্বভারতীর পূর্বপল্লী সিনিয়র ছাত্রাবাসে র্যাগিংয়ের অভিযোগ ওঠে ওই তিন পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগকারী ছাত্র সরাসরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে লিখিত অভিযোগ জানান। অভিযোগকারী বিশ্বভারতীর পদার্থবিদ্যার ছাত্রর অভিযোগ, বেশকিছুদিন ধরেই ভাষা ভবনের ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় বর্ষের তিন পড়ুয়া মানসিক ও শারীরিকভাবে তাঁকে হেনস্থা করে চলেছে। ইতিমধ্যেই অভিযোগকারী পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযোগ জানিয়েছে।
আরও পড়ুন: নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, গ্রেফতার ১
সোমবার সেই অভিযোগ পাওয়া মাত্রই বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিং ডেকে দুই ছাত্রকে হস্টেল থেকে বের করে দিয়েছিল বলে খবর। গভীর রাত পর্যন্ত চলে মিটিং। তারপরে অভিযুক্ত এবং অভিযোগকারী তিন ছাত্রকে পূর্বপল্লী গেস্ট হাউসে রাখা হয়েছে বর্তমানে।
বিশ্বভারতী সূত্রের খবর, ২ ছাত্রকে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে প্রথমে আরও এক ছাত্রের খোঁজ পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ। সেইসঙ্গে অভিযুক্ত বা অভিযোগকারী ছাত্রদেরকেও কিছু বলেনি তাঁরা।