কলকাতা: এনআরএস-এ জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ। অভিযোগের তীর হাসপাতালে কর্মরত ঠিকা শ্রমিকদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জুনিয়র চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের সেন্টিনারি বিল্ডিংয়ের সামনে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে। সেখানেই ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই শ্রমিকরা বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে, দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতিতে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। এরপরই এই ঘটনায় ওই শ্রমিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ইন্টার্ন চিকিৎসকেরা।
পুলিশ জানিয়েছে, ওই ধৃতদের নাম, অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষ ও পূর্ণেন্দু ঘোষ। ওই শ্রমিকদের দাবি, জুনিয়র চিকিৎসকরা ওই বিল্ডিংয়ে অশালীন কাজ করছিলেন, তারই প্রতিবাদ করায় তাঁদের মারধর করা হয়। এই ঘটনায় চিকিৎসকদের তরফে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।