আলিপুরদুয়ার: তীব্র গরমে পুড়ছে বাংলা। হাঁসফাঁস গরমে নাজেহাল বঙ্গবাসী। বষ্টি হীণতায় মাথায় হাত চাষিদের। খেতে জল নেই। শুকিয়ে ফুটিফাটা জমি। অনাবৃষ্টিতে সমস্যা বেড়েছে আলিপুরদুয়ারের (Alipurduar) চাষিদের। বৃষ্টি না এলে চলতি মরসুমে চাষের ভয়ঙ্কর ক্ষতির (loss of cultivation) আশঙ্কা করছেন তাঁরা। সময়ে মতো ড্রেজিং হয় না। ফলে গরমের সময়ে সেচের জল পৌঁছোয় না আলিপুরদুয়ারের বেশির ভাগ খেতেই। দীর্ঘ অনাবৃষ্টি, তার ওপর নেই সেচের জলের ব্যবস্থাও। সবজি খেতের দিকে তাকিয়ে মাথায় হাত আলিপুরদুয়ারের পূর্ব সাঁতালির চাষিদের একাংশের।
আরও পড়ুন: আকাশ থেকে মাটি ফুঁড়ে ঢুকে গেল ধাতব গোলক, হইচই পশ্চিম বর্ধমানে
খেতেই শুকোচ্ছে ঝিঙে, করলা, পটল, লাউ সহ গরমের আনাজ। ফসল ঘরে তোলার সময় পার হয়ে গেলেও শুকিয়ে কাঠ সে সব সবজি। এখনই বৃষ্টি না পড়লে চাষের প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আলিপুরদুয়ারে তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে। সাধারণত ডুয়ার্সে এতোটা গরম পড়ে না। চাষিদের অনেকেই বলছেন, এমন গরম আগে দেখেননি তাঁরা। গরমের সঙ্গে যুঝে সকাল থেকে খেতে খাটাখাটনির পরও লাভের অঙ্কটা শূন্যই থেকে যাচ্ছে চাষিদের একাংশের। বৃষ্টির আশায় দিন গুনছেন আলিপুরদুয়ারের চাষিরা।
অন্য খবর দেখুন