কলকাতা: মেয়রের বক্তব্যে অপমানিত হওয়ায় পুরসভায় প্রতিবাদে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়াররা। গত শুক্রবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) টক টু অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্যে অসম্মানিত এলবিএসরা। এই ঘটনার পর সোমবার পুরসভার লাইসেন্স বিল্ডিং সার্ভেয়াররা প্রতিবাদে পেন ডাউন কর্মসূচি পালন করেন। হেডকোয়ার্টারে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান এলবিএসরা। এদিন পুরসভার বিল্ডিং বিভাগের দফতরের সামনে মেয়রের বক্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ও গ্রহণ করেন তারা।
টক টু মেয়র এ শুক্রবার মেয়র অভিযোগ করেন, তিনি নিজেও এলবিএসদের অতিরিক্ত টাকা দাবি করার শিকার হয়েছেন। এছাড়া সাধারণ মানুষকে এলবিএস রা মুরগি করে বলে মন্তব্য করে মেয়র। তিনি টক টু মেয়র অনুষ্ঠানে সাধারণ মানুষ কে ব্লাক মেলিং করে এল বি এস রা বলেও মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন কেএমসি এল বি এস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেয়রের কাছে দাবি ছিল যে তার এই বক্তব্যের ফলে তাদের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের পাল্টা অভিযোগ কে ১৯৫১ সালের রুল অনুযায়ী এলবিএস দের আইনত স্বীকৃতি প্রদান করা হয়েছে। সমস্ত এলবিএস রা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরে ইঞ্জিনিয়ারিং বা ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত। তাদের প্রতি এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল।
আরও পড়ুন: রাজ্যপালের উপাচার্য নিয়োগে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিমকোর্ট
কলকাতা পুর সংস্থা সঙ্গে ১৫০০ বেশি এলবিএসদের সংস্থা কে এম সি এল বি এস অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি যদি কোনো এল বি এস দোষ করে থাকে তাহলে তার নাম প্রকাশ করা হোক। তারা সেই এল বি এস এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে মেয়র কে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করতে হবে বলে দাবি করেন কলকাতা পৌর সংস্থা এলবিএস রা ।