প্রতিদিন কোটি কোটি মানুষ রেল সাহায্যেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান। খরচ কম হওয়ার পাশাপাশি আরামে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থার জুড়ি নেই। আজ আমরা রেলওয়ের সঙ্গে জড়িত এমন এক তথ্য জানাতে চলেছি যা খুব কম জনই জানে। ভারতের প্রতিটি স্টেশনের সঙ্গেই জড়িয়ে রয়েছে কোনো না কোনো গভীর ইতিহাস। দেশের মধ্যে সবচেয়ে কম দূরত্বের স্টেশন (station) আছে আপনার শহরে।
অবাক হয়ে যাচ্ছেন? দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত, তা নিয়ে ধন্দ্বে পড়ে যাচ্ছেন? এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার! সাধারণত, দুটি আলাদা আলাদা স্টেশনের মধ্যে অনেকটাই দূরত্ব থাকে। হল্ট স্টেশনগুলোর দূরত্ব অন্তত ২-৩ কিমি হয়ে থাকে। কিন্তু এই স্টেশনদুটি ব্যতিক্রম। এই দুটি স্টেশন রয়েছে খোদ কলকাতার বুকেই। স্টেশন দুটি হল কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশন। খুবই সামান্য দূরত্ব এই স্টেশনদুটির মধ্যে।
একইসঙ্গে এটাও জানিয়ে রাখি যে, দেশের আরও অনেক জায়গাতেই এরকম কম দূরত্বে স্টেশন থাকলেও এত কম দূরত্বে দুটি স্টেশন রয়েছে এই দুই জায়গাতেই। ১২ কোচের বড় ট্রেন দাঁড়িয়ে গেলে সে দুই স্টেশন থেকে যাত্রী উঠতে পারেন সেখানে। এমনকি টালিগঞ্জের (Tollygunge) ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! শুনলে অবাক হয়ে যাবেন, এই দূরত্ব লোকাল ট্রেনের ৪ টে বগির সমান।