মিনাখা: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আর ৪৮ ঘণ্টা বাকি এখন হানাহানি, মৃত্যু অব্যাহত। মিনাখায় (Minakhan) তৃণমূল প্রার্থীকে (Trinamool candidate) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল নির্দল প্রার্থীও তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা গ্রাম পঞ্চায়েতের জয়গ্রামের ১৯৫ নম্বর বুথে। তৃণমূল প্রার্থী রুপালি চক্রবর্তী সমর্থনে বৃহস্পতিবার নেতাকর্মী সমর্থকরা শেষ বেলার প্রচারে নামে। এরপরই তৃণমূল প্রার্থীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ নির্দল প্রার্থীর (Independent candidate) বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তৃণমূল ও নির্দল কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাধে, এমন কি হাতাহাতি পর্যায় পৌঁছায়।
জানা গিয়েছে, অন্যদিনের মতো দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমেছে মিনাখা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রুপালি চক্রবর্তী। তাঁর মোবাইল ফোনে ওই বুথের নির্দল প্রার্থী আয়েশা বিবি ও তার স্বামী হাসানুর মোল্লা খুনের হুমকি দিচ্ছে। এরপরই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে মিনাখা থানায় গ্রামসভায়। তৃণমূল প্রার্থী রুপালি চক্রবর্তী বেশ কয়েকজন নির্দল প্রার্থী নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে বচসা বাঁধে। এলাকায় উত্তজনা ছড়ায়। মিনাখাঁর বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হুমকি দেওয়ার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Humayun | প্রচারের শেষ দিনে সালারে নির্দলদের সমর্থনে বিশাল মিছিল হুমায়ুনের
ভোটের আর মাত্র একদিন বাকি শাসক-বিরোধী উভয় শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। তারমধ্যে এদিনও হিংসার বিরাম ছিল না। সারা দিনই উত্তপ্ত ছিল রাজনৈতিক হিংসায়। আজকে নিয়ে হিংসায় বলি ১৭ জন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ১ নম্বর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর এলাকায় সিপিএম প্রার্থীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। মহম্মদবাজার থানার হিংল গ্রাম পঞ্চায়েতের সারেণ্ডা গ্রাম এলাকায় বিজেপির প্রার্থীর স্বামীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ এলাকার সিপিএম প্রার্থী ও তার ভাইদের বিরুদ্ধে। ভোটে হিংসা নিয়ে এদিন রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজধর্ম পালনে ব্যর্থ। তিনি বলেন, আপনি মানুষের আর্তি শুনুন। গ্রাউন্ড জিরোতে যান। মিস্টার কমিশনার আপনি মানুষের আর্তি শুনুন, মানুষকে বাঁচান, দ্রুত অ্যাক্সন নিন।