জয়নগর: রাজ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নয় রাজ্যের একাধিক এলাকায়। বিভিন্ন জায়গায় বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। সেই বাধাকে উপেক্ষা করে বহু জায়গায় মনোনয়নপত্র জমা দিয়েছে বিরোধী দলের প্রার্থীরা। এবার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিতে শুরু করেছে শাসকদল। নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে বৃদ্ধ মায়ের হাতে সাদা থান ও ফুলের মালা, মিষ্টি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানার অন্তর্গত চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।
এই গ্রাম পঞ্চায়েতের ২৫৩ নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই ভয়ে এলাকা ছাড়া। বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত ভয়ে বাড়ি ফিরতে পারছেন না। এদিকে সুব্রতর বাড়িতে কয়েকজন যায় এবং তাঁর বৃদ্ধ মায়ের হাতে সাদা থান ও ফুলের মালা দিয়ে হুমকি দিয়ে আসে। ছেলে মনোনয়ন প্রত্যাহার না করলে প্রাণে মেরে দেবেন তারা। এই সাদা থান বৌমাকে দেওয়ার জন্য বলেন তারা।
এই ঘটনার পর কার্যত নিরাপত্তায়হীনতায় ভুগছেন বাম সমর্থিত নির্দল প্রার্থীর পরিবার। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন পরিবারের। সুব্রতর প্রতিবেশী পুতুল সর্দারকেও হুমকি দিয়েছে বলে অভিযোগ। এমনকী প্রতিবেশী পুতুলের স্বামীকে ভোট নিয়ে মাতামাতি করতে বারণ করা হয়েছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের দাবি, অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।