মুর্শিদাবাদ: হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত। মুর্শিদাবাদে (Murshidabad) পৌঁছে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, কিছু মানুষ ধর্মের নামে ভুল কথা প্রচার করছেন, মানুষ তাতে প্ররোচিত হচ্ছে। সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। গোটা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপান তিনি। মমতা দাবি করলেন, প্রথম থেকে সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সত্য প্রকাশ্যে আনা হবে। সোমবার বহরমপুর থেকে এমনটাই জানালেন তিনি। যাঁরা দাঙ্গা করছেন, তাঁদের ‘বাংলার শত্রু’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।
সোমবার দু’দিনের মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে বহরমপুরে পৌঁছোন তিনি। মঙ্গলবার সেখান থেকে ধুলিয়ান, শমসেরগঞ্জ, সুতিতে উপদ্রুত এলাকায় তাঁর যাওয়ার কথা। মুর্শিদাবাদে পৌঁছেই আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জেলাশাসকের দফতরের প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় কারা, কীভাবে প্ল্যানিং করেছে,সেটা খুব শীঘ্রই তিনি সত্যি দেশের সামনে আনবেন।
আরও পড়ুন: দেশের নিরাপত্তার স্বার্থে তৃণমূল কেন্দ্রের পাশেই, অবস্থান স্পষ্ট করলেন মমতা
ওয়াকফ ইস্যুতে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সরকারি সম্পত্তি থেকে সাধারণ মানুষের বাড়িঘর-দোকানপান ভাঙচুর, খুন, পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটেছে। আতঙ্কে একাধিক মানুষ ঘর ছাড়া হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনার পর উপদ্রুত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জেলা পরিদর্শনে গিয়েছিলেন জাতীয় মানবধিকার ও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। অশান্তির প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, একটা বড় চক্রান্ত হয়েছে। এই অশান্তি পরিকল্পিত। গোটা ঘটনা প্ল্যান করে করা হয়েছে। এসব বাংলা সহ্য করবে না। আমি এই অশান্তির বিরুদ্ধে। কিছু লোক ধর্মের নামে অশান্তি করছে। আসলে এরা বিধর্মী। এরা অনেক বড় বড় কথা বলেন। আর এদের আর্থিক উৎস কী, সেটাই বিজেপি বলতে পারবে। তিনি বলেন, বিপক্ষে নন তবে ষড়যন্ত্র, দাঙ্গার বিরুদ্ধে। যারা দাঙ্গা লাগায় তারা বাংলার শত্রু। তিনি খোঁজ নিয়েছেন কারা মুর্শিদাবাদের ঘটনার নেপথ্যে রয়েছেন। তাদের শাস্তি হবে, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, যারা হিংসার ঘটনায়, সাম্প্রদায়িক হিংসায় যুক্ত থাকে তাদের তিনি অপরাধী বলেই মনে করেন।
দেখুন ভিডিও