কলকাতা: মাধ্যমিকে কমল বিষয়ভিত্তিক পাঠক্রম এর পরিমাণ। ২০২২ এর মাধ্যমিক পরীক্ষায় ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে।
বাংলা, ইংরেজি, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রতিটি বিষয়ই ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর নির্দেশ রাজ্যের প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক
করোনা পরিস্থিতির কারণে গত বছর অর্থাৎ ২০২১ সালে মাধ্যমিকের সিলেবাস ছোট করার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে শেষমেশ পরীক্ষা বাতিল হয়।তাই ছাত্র ছাত্রীদের পরীক্ষার মূল্যায়ন নিয়ে সমস্যায় পড়তে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। কিন্তু শেষমেশ বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে।
করোনার দ্বিতীয় ঢেউ পেরিয়ে বিজ্ঞানীদের আশঙ্কা অনুযায়ী সেপ্টেম্বরেই বাংলায় করোনার দ্বিতীয় ঢেউ এর সম্ভাবনা রয়েছে । আর তাতে বিরাট মাত্রায় শিশু থেকে বড় সকলেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। তাই সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই পুনরায় মাধ্যমিকের সিলেবাসে কাটছাঁটের সিদ্ধান্ত নিল পর্ষদ।
আরও পড়ুন স্কুল বন্ধের জের, মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে স্কুল পড়ুয়াদের
পাশাপাশি গতকালই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান সব কিছু ঠিক থাকলে অর্থাৎ করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত না হলে পুজোর পরই রাজ্যে স্কুলগুলি খলা হবে।