কলকাতা: নিয়োগ দুর্নীতির ধাক্কা এবার ভোটার তালিকায়। লোকসভা নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা তৈরি করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। ভোটার তালিকা তৈরি করতে গিয়ে গোটা রাজ্যজুড়েই মিলছে না প্রয়োজনীয় সংখ্যক প্রাথমিকের শিক্ষক।
২১’শে জুলাই থেকে ২১’শে অগাস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন প্রাথমিকের শিক্ষকরা। জাতীয় নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসার (BLO) হিসেবেই থাকবেন। কিন্তু সেই প্রাথমিক শিক্ষকদেরই পাওয়া যাচ্ছে না। অগত্যা এখন অঙ্গনওয়াড়ি, আইসিডিএস, আশাকর্মীদের দিয়েই কাজ করতে হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। নির্বাচন কমিশনের নিয়ম, এই তালিকা তৈরির কাজে ব্যবহার করা যাবে একমাত্র রাজ্য সরকারী কর্মীদেরই।
আরও পড়ুন: Canning | Hospital Waterlog | জলমগ্ন ক্যানিং মহকুমা হাসপাতাল, দুর্ভোগ রোগীদের
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)