কলকাতা: অবৈধ বালি খাদান (Illegal Sand Mining) বন্ধের নির্দেশ রাজ্যকে হাইকোর্টের প্রধান বিচারপতির। তবুও বুড়ো আঙ্গুল দেখিয়ে দামোদরের বুক থেকে মেশিন এবং নানান যন্ত্রাংশের মাধ্যমে নতুন নতুন প্রক্রিয়ায় বালি লুট করছে বালি মাফিয়ারা । ছবি তুলতে গেলে প্রাণনাশের হুমকি তবুও কোনভাবে সেই চিত্র আমরা তুলে ধরলাম। দুর্গাপুরের দামোদরের বিস্তীর্ণ এলাকায় জুড়ে বেআইনি বালির রমরমা, বৈধ ঘাটের নামে অবৈধভাবে বালি তোলার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী বর্ষায় এই কারণে আবারও গ্রামে গ্রামে ভাঙ্গন ধরবে। ঢুকে যাবে দামোদরের জল। প্লাবিত হবে এলাকা।
প্রশ্ন উঠছে, কার মদতে চলছে এই কারবার? আদালতের নির্দেশ সত্ত্বেও কেন বন্ধ করা যাচ্ছে না এই বেআইনি কারবার। স্থানীয়রা জানাচ্ছেন, এর পিছনে রয়েছে কোটি কোটি টাকার কারবার। এখন বালি সেভাবে পাওয়া যায় না। এই বালি তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করছে কারবারিরা। এজন্য তাদের পোষা থাকছে দুষ্কৃতী। যারা মূলত পাহারাদেরর কাজ করছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই বিষয়ে প্রশাসন কি কিছুই জানে না?
আরও পড়ুন: আলিপুরদুয়ারের জয়গাঁ সড়কে ট্রাকে অতিষ্ঠ জনজীবন
আরও খবর দেখুন