আসানসোল: অবৈধ কয়লা পাচারের (Illegal Coal smuggling) রমরমা কারবার। আসানসোল দুর্গাপুর (Asansol Durgapur) পুলিশ (Durgapur Police) কমিশনারেটের জামুড়িয়া থানা এলাকায় অবৈধ কয়লার ডিপোতে সিআইএসএফ ও ইসিএলের সিকিউরিটি গার্ডের জওয়ানরা অভিযান চালালেন। তল্লাশিতে কয়েকশো টন কয়লা ও ৩টি ট্রাক আটক করে জামুরিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অবৈধ কয়লার চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩০০টনের বেশি কয়লা আটক করেছে।
পুলিশ সূত্রের খবর, জামুড়িয়া থানার চুরুলিয়া এলাকায় প্রচুর পরিমাণে বেআইনি কয়লা মজুত করা ছিল। সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তাকর্মীরা জানান, চুরুলিয়া মাধবপুর এলাকায় অবৈধ কয়লার চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০০টনের বেশি কয়লা আটক করা হয়। তার সঙ্গে আটক করা হয়েছে কয়লা ভর্তি ৩টি ট্রাক। জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং জানান, তাঁর বিধানসভা এলাকায় কোনও সিন্ডিকেটরাজ চলতে দেওয়া হবে না। বিধায়কের এই কথা প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, আমরা বরাবর বলে এসেছি, শাসকদলের মদতে কয়লা মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। এতদিনে বিধায়কের টনক লড়ল।
আরও পড়ুন: উধাও ঠান্ডা, সপ্তাহ শেষে ফের ফিরবে শীতের আমেজ
প্রসঙ্গত, কয়লাকান্ডে ধরপাকড়ে তোলপাড় গোটা রাজ্য। কেন্দ্রীয় গয়েন্দা সংস্থা সিবিআই ও রাজ্যের সিআইডি অবৈধ কয়লার চোরাচালনে ধরপাকড় শুরু করেছে। ঘটনার তদন্তে জোর তৎপরতা শুরু করেছে রাজ্য কেন্দ্র উভয় গয়েন্দা বিভাগ। এমনকি খনি সংস্থা ইসিএলের বেশ কয়েকজন আধিকারিকও গ্রেফতার হয়েছে। কয়লা পাচার কাণ্ডে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তদন্তকারী সংস্থার।
আরও অন্য খবর দেখুন