পশ্চিম মেদিনীপুর: ২০২৬ সালের আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) শুরু না হয়, তাহলে আমি বলছি তৃণমূলকে ভোট দিতে হবে না, দাসপুরের পথ সভা থেকে মন্তব্য দেবের (Dev)। কিন্তু এত বড় কাজ যদি রাজ্য সরকার করে তাহলে তার পাশে আপনাদের থাকতে হবে। এমনই বললেন দেব। উল্লেখ্য, ঘাটালবাসীর কাছে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ দিনের দাবি। এর ফলে বন্যা রোখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, যে কোনও দল যখন কাজ করতে না পারে, কোনও কাজ যখন দেখাতে না পারে, তখনই তারা ধর্মটাকে এগিয়ে রাখে। কারন আমাদের দেশে ধর্ম নিয়ে সবকিছু করা যেতে পারে। স্থানীয় নেতাদের প্রতি যদি কোনও ক্ষোভ হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আরও পড়ুন: তৃণমূলের পদ খুইয়ে বিস্ফোরক কুণাল
দেবের কথায়, যেদিন রাজনীতিতে বলতে হবে ও চোর ও খারাপ ইত্যাদি, যখন বলতে হবে তখন আমি রাজনীতি ছেড়ে দেবো। এখন রাজনীতি মানেই এই দল থেকে ওই দলে যাওয়া, মিথ্যে কথা বলা, কেউ বলে মন্ত্রিত্ব চাই, কেউ বলে পথ চাই, কেউ আবার কেস চাপা দেয়ার জন্য দল ত্যাগ করে, বিশ্বাস করুন আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য। ঘাটালের সীমন্তপুরে নির্বাচনী প্রচারে এসে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন দীপক অধিকারী অর্থাৎ ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
আরও খবর দেখুন