বর্ধমান: হাইকোর্টের রায়ে ২৬০০০ শিক্ষক (Teacher) শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। সেক্ষেত্রে স্কুলগুলিতে সমস্যা তৈরি হতে পারে। এই প্রসঙ্গে সমাধানের উপায় হিসাবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, আমরা অর্থাৎ আরএসএস, বিজেপি পড়াতে রাজি আছি। কমপক্ষে আমরা যদি পড়ায় তাহলে এরকম চোর তৈরি হবে না। টিএমসির নেতারা যেরকম হয়েছে। পয়সাও নেব না। বহু জায়গায় স্কুলে গ্রামে গিয়ে দেখে আসুন, টিচার নেই গ্রামের লোকেরাই বাচ্চাদের পড়ায়। পয়সাও নেয় না। উল্লেখ্য, তৃণমূল প্রতিক্রিয়ায় কটাক্ষ করে জানিয়েছিল, অত শিক্ষক ঘাটতি হলে পড়াবে কে? বিজেপি, আরএসএস?
বুধবার অনুব্রত মণ্ডল প্রসঙ্গে দিলীপ বলেন, অনেকদিন ধরে বলছেন, কেষ্ট ছাড়া পাবে, কেষ্ট ছাড়া পাবে, কেষ্ট ছাড়া পাবে না। এবার কেষ্ট সঙ্গে আর কারা কারা যাবে তার তালিকা তৈরি করুন।
আরও পড়ুন: বসিরহাটে সরকারি অফিস ভাঙচুর কংগ্রেসের
আউসগ্রামের মুখ্যমন্ত্রী সভা প্রসঙ্গে এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী বর্ধমানে থেকে যাবেন, দেখুন না। তারপরেও হারবেন, এমন হারানো হারাব মুখ্যমন্ত্রীকে উনি ওনার মাসতুতো ভাই যিনি এসেছেন ভাগলপুর থেকে দুজনে বর্ধমানে আসা নাম করবে না। আজ মনোনয়ন জমা দিয়ে প্রচার শুরু করবেন বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। ২৬ তারিখে দিলীপ ঘোষের সমর্থনে মন্তেশ্বরে আসছেন মিঠুন চক্রবর্তী। তিনি জানান, অনেক কেন্দ্রীয় নেতৃত্বও আসবেন তাঁর প্রচারে।
আরও খবর দেখুন