ঝালদা: নিম্নমানের স্কুলের পোশাক, তা নিয়ে ক্ষোভ উগরে দিল ঝালদার ইচাগ হাইস্কুলের (Jhaldar Ichag High School) ছাত্রছাত্রীরা। এবছর সরকারের তরফে ছাত্র ছাত্রীদের যে স্কুলের পোশাক দেওয়া হয়েছে তাদের রঙ একরকম নয়। ফলে ছাত্র ছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এবিষয়ে ঝালদা থানার ইচাগ হাইস্কুল এর সপ্তম শ্রেণীর ছাত্রী আশা মাহাতো ,অষ্টম শ্রেণীর যোগিতা মাহাতো জানায় আমাদের এক রঙের স্কুল পোশাক দেওয়ার কথা থাকলেও আমাদের তিন রঙের পোশাক দেওয়া হয়েছে। পোশাক গুলো হালকা নীল রঙ কোনটা গাঢ় নীল এরকম তিন রঙের স্কুল পোশাক দেওয়া হচ্ছে। আবার সে গুলির মানও ভালো নয়। স্কুলে পড়ে আসার মতো নয়। তার জন্যই প্রতিবাদ জানাচ্ছি।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি একই পরিবারের, কটাক্ষ দীপ্সিতার
ছাত্রছাত্রীরা বলেন, এই পোশাক তারা নিতে চায় না। কিন্তু বিতরণকারীরা কিছু শুনতে চাইছে না। উল্টে আমাদেরকে বলেন, নেওয়ার হয় নাও না হলে বাদ দাও। এবিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষক চিন্ময় কুমার জানান, স্বনির্ভর দলের মহিলারা তৈরি করেন এই পোশাক। বিষয়টি আমি তাদের গ্রূপে জানিয়েছি। তাছাড়া স্কুল পরিদর্শককেও ফোনে মৌখিক ভাবে জানিয়েছি কিন্তু কোনও সদুত্তর পাইনি। আমি চাই যেন উপযুক্ত স্কুল পোশাক দেওয়া হয় যাতে ছাত্র ছাত্রীরা ব্যবহার করতে পারে। যদিও বিষয়টি নিয়ে ইচাগ সর্বকল্যান সংঘের সংঘ নেত্রী সরমা মাহাত জেলার উপরেই দোষ চাপালেন। তার অভিযোগ বিষয়টি নিয়ে আমরাও জেলায় জানিয়েছি তবে জেলা থেকেই কাটিং করে কাপড় পাঠায় তার জন্যই সমস্যা কাপড়ের থান পাঠালে আমরা নিজের মতো করে করতে পারতাম।
অন্য খবর দেখুন