কলকাতা: আগামিকাল সোমবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলির মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনের পর ২৭ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত ধর্মঘট পালন করবে কৃষক সংগঠনগুলি। কৃষকদের এই ভারত বনধে দেশজুড়ে রাস্তা, রেল, বাজার ও অন্যান্য জনবহুল স্থানে প্রভাব পড়তে পারে। কিন্তু, বাংলায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ, রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মঘটকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন৷ তিনি বলেন, ‘ আমরা বন্ধের ইস্যুকে সমর্থন করি, বন্ধকে সমর্থন করি না৷’
গত বছর নভেম্বর মাস থেকে রাজধানীর বুকে আন্দোলন করছেন কৃষকরা। কাল সোমবার ২৭ সেপ্টেম্বর কৃষক আন্দোলনের ১০ মাস পূর্ণ হবে। তারই অংশ হিসেবে ধর্মঘটের আয়োজন। দিল্লি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ তিনটি বড় ধর্না মঞ্চ থেকে কোনও আন্দোলনকারীকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে কৃষক সংগঠনগুলি।
আরও পড়ুন-ক্যামেরার সামনে বলছি ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে : অভিষেক
তারা বলেছে, “কর্মী, ব্যবসায়ী, ছাত্র, যুব, মহিলা সহ সমাজের সকল স্তরের মানুষের কাছে আমাদের আবেদন এই ধর্মঘট সফল করতে আপনারা পাশে থাকুন।’’ তাঁদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলি সমর্থন জানিয়েছে৷ বিশেষ করে, বামেরা ধর্মঘটকে সফল করতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে৷ কিন্ত, রাজ্যের শাসক দল ধর্মঘট সমর্থন না করলেও ইস্যুকে সমর্থন করছে৷ শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সে কথা জানিয়েছেন৷ স্বাভাবিক ভাবেই তাঁর বক্তব্যের পর বাংলা ধর্মঘট কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে৷