প্রিয় মুখার্জী, বারুইপুর- তোলাবাজির (Extortion) প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস সদস্যার (Trinamool Congress members) স্বামী। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার বারুইপুরের (Baruipur) বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনির ৫৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সদস্য বিজলি গায়েনের স্বামীকে মারধর করে হাড়ালের বাসিন্দা নকুল মণ্ডল। এর আগেও মারধর করেছিল এই নকুল মণ্ডল।
শনিবার সকালে গৌর গায়েন পিয়ালী বাজারে যাচ্ছিল, এমন সময় নকুল মণ্ডল গৌর গায়েনের গাড়ি আটকে আচমকা হামলা চালায় বলে অভিযোগ। লোহার রড দিয়ে মাথায়, হাতে, কোমরে আঘাত করে, সেইসঙ্গে গলা চেপে ধরে শ্বাসরোধ করারও চেষ্টা করে।
আরও পড়ুন-বস্তার মুখ খুলতেই বেরিয়ে এল দেহ! দমদমে হাড়হিম কাণ্ড
আরও অভিযোগ, বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করবে বলে হুমকি দেয়। স্থানীয় বাসিন্দারা চলে আসলে মারধর করে পালিয়ে যায় নকুল মণ্ডল।
গৌড় গায়েনকে স্থানীয় বাসিন্দা ও তার স্ত্রী বিজলী গায়েন বারুইপুর থানায় নিয়ে আসেন, বারুইপুর থানার একটি জেনারেল ডাইরি করে। থানার পুলিশ তাকে বারইপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়,তার মাথায় তিনটে স্টিচ পড়েছে। মাথার স্ক্যান এবং হাতে ও বুকে এক্সরে হয়েছে। সে বারইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
দেখুন আরও খবর-