ক্যানিং: স্ত্রীকে গুলি করে খুন। গ্রেফতার স্বামী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দক্ষিন ডেভিসাবাদ গ্রামে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম ছেলিমা লস্কর সর্দার (৩১)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের জানা গিয়েছে, বছর পাঁচেক আগে ভালোবাসা করে বিয়ে করে ছেলিমা ও বাবুরালী। বিয়ের পর থেকেই পনের টাকা পয়সার জন্য ছেলিমাকে মারধর করত বাবুরালি। নগদ টাকা, মোটর ভ্যান সহ বহু দাবি পূরণ করলেও কোনওভাবেই অত্যাচার কমেনি ছেলিমার উপর। গতকাল রাতেও অশান্তি হয় দুজনের মধ্যে। অশান্তির মাত্রা চূড়ান্ত হওয়ায় স্ত্রীকে খুন করেছে বলে অনুমান পুলিশের।
আরও পড়ুন: Weather Updates | ২১ জুলাইয়ে বৃষ্টির পূর্বাভাস, থাকবে ভ্যাপসা গরমও
পুলিশের দাবি, ছেলিমার মাথার পিছনে গুলি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর। অবশেষে সাংসারিক বিবাদের জেরেই স্ত্রীকে গুলি করে খুন করেছে স্বামী বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই খুনের ঘটনায় অন্য় কোনও কারণ আছে কি না, সেদিকেও নজর রাখছে তারা।