কলকাতা: ভোটের আগে নির্বাচনী প্রচারে বিপুল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হয়ে সেই লক্ষ্য পূরণে সচেষ্ট হয়েছেন তিনি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যে শিল্পায়নে গতি এনে কর্মসংস্থানের বিষয়ে সচেষ্ট হয়েছেন মমতা।
এই অবস্থায় মোটা টাকার বেতনের প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য দফতরে নিয়োগ করা হবে আইটি বিশেষজ্ঞ। যাদের বেতন শুরু হচ্ছে ২৭ হাজার টাকা থেকে। সর্বোচ্চ এক লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েও নিয়োগ করা হবে আইটি প্রফেশনাল। ভারতীয় নাগরিক হলেই আবেদন করা যাবে।
আরও পড়ুন- মধ্য আমেরিকায় জন্মাল বিরল প্রজাতির চার Bengal Tiger
মূলত কম্পুটার অ্যাপলিকেশন বা সমতুল বিষয় নিয়ে ডিগ্রি থাকা ব্যক্তিরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সফটওয়্যার ডেভেলপার(Software Developer), ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর(Database Administrator), টেকনিক্যাল সাপোর্ট প্রফেশনাল(Technical Support Professional) এবং প্রোজেক্ট ম্যানেজার(Project Manager) পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে।
IT Professional
প্রতিটি পদের ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের আবেদন করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে আরও বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর, অভিজ্ঞতা ছাড়াও নেওয়া হবে দুই দফা পরীক্ষা। তারপরে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত হবে নিয়োগ। চলতি মাসের ১৭ তারিখ আবেদনের শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ পাওয়া যাবে পশ্চিমবঙ্গের খাদ্য দফতরের সরকারি ওয়েবসাইটে।