ভাঙড়: নিউটাউন লাগোয়া ধর্মতলা পাচুরিয়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করল পোলেরহাট থানার পুলিশ। শনিবার দুপুরে অভিযানে নেমে সন্দেহজনকভাবে একটি অটোকে আটক করা হয়। তল্লাশিতে গাড়িটি থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগে মোড়া বিপুল পরিমাণ গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে কোচবিহার থেকে এই বিপুল পরিমান গাজা নিয়ে আসা হচ্ছিল। প্রথমে কলকাতায় নিয়ে আসা হয়। তারপর কলকাতা থেকে একটি অটো ভাড়া করে ভাঙরের ধর্মতলা পাচুরিয়া এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এই ঘটনায় অটোচালক সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুই
পুলিশের প্রাথমিক অনুমান, বড়সড় কোনো মাদক চক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গোপন তথ্যও জানতে পারে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার পুলিশ। কী উদ্দেশ্যে এই এলাকায় গাঁজা আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মনটাই জানিয়েছে পুলিশ।
দেখুন অন্য খবর: