হাওড়া: বুধেও বদল হল না হাওড়া স্টেশনের (Howrah Station) ছবি। বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন (Train Cancel)। যার জেরে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার হাওড়া থেকে মোট পাঁচটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। তবে পরিস্থিতির উপর নজর রেখে বাতিল হতে পারে লোকাল ট্রেনও (Local Train)। যার ফলে হাওড়া স্টেশনে থমকে হাজার হাজার যাত্রী। তাঁদের চোখেমুখে স্পষ্ট হচ্ছে আতঙ্কের ছবি। সময় যত এগোচ্ছে ততই যেন তাঁদের ভোগান্তি বেড়ে দিগুণ হচ্ছে।
দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি জংশনে সিগন্যাল সমস্যার (Signal Failure) কারণেই শুরু হয় এই বিপত্তি। গতকাল এই প্রযুক্তিগত বিভ্রাটের জেরেই বাতিল হয় কান্ডারি, দুরন্ত, জনশতাব্দী-সহ একাধিক এক্সপ্রেস ট্রেন। কয়েকটি ট্রেন ঘুরপথে চলাচল করলেও বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়। যার ফলে যাঁরা আগে থেকেই যাত্রার প্রস্তুতি নিয়ে এসেছিলেন, তাঁদের এখন বিপাকে পড়ে হাওড়া স্টেশনে (Howrah Station) ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে শয়ে শয়ে যাত্রীকে।
আরও পড়ুন:উত্তরবঙ্গ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
স্টেশনে প্রবেশ করলেই যাত্রীদের চোখেমুখে স্পষ্ট হচ্ছে চিন্তার ছবি। মাইকে ঘোষণা চলছে ট্রেনের সময়সূচি বদলের কথা, এই দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশও করছে রেল। কিন্তু যাত্রীরা প্রশ্ন করছেন, কেবল দুঃখপ্রকাশেই কি সব সমাধান মিলবে? এক যাত্রী সীমা মল্লিকের কথায়, ‘‘স্ত্রীরোগজনিত অসুস্থতার জন্য চেন্নাই যাওয়ার কথা ছিল। স্বামী, ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু ট্রেনের এই অবস্থা। বৃহস্পতিবার সকালেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সেটা আদৌ সম্ভব হবে কি না, জানি না।”
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব শাখার নিত্যযাত্রীদেরও সমস্যা বেড়েছে। লোকাল ট্রেনগুলো সঠিক সময়ে না আসায়, স্টেশনে যাত্রীদের ঠাসা ভিড়ে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। রেলকর্তারা মনে করছেন এখনই এই পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনা নেই। তাই যাত্রীদের ধৈর্য ধরে এই দুর্ভোগ মেনে নিতে হবে। যদিও দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, ‘‘একটা সমস্যা হয়েছে। তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে আগের থেকে তা স্বাভাবিক হয়েছে অনেকটাই।”
দেখুন অন্য খবর