হাওড়া: এবার হিন্দিভাষী ভোটারদের হুমকি হাওড়ার উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর। হাওড়া জেলার হিন্দিভাষী ভোটারদের ভোট দিতে গেলে জলের লাইন কেটে দেওয়ার হুমকি তৃণমূল নেতার। সোমবার হওড়ার ১২ নম্বর ওয়ার্ডের সুখী সংসার আবাসনে একটি জনসভায় হিন্দিভাষী ভোটারদের উদ্দেশে গৌতম বলেন, ২০ মে ভোট। ওইদিন বাড়তে ছুটি কাটান বা কোথাও ঘুরে আসুন। কিন্তু যদি ভোট দিতে য়ান তাহলে ৪ জুনের পর এই আবাসনের জলের লাইন কেটে দেওয়া হবে।
আগামী ২০ মে হাওড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। তাই ওইদিন সেখানকার হিন্দিভাষী ভোটারদের ভোটে না দিতে যাওয়ার হুমকি দেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর আগেও গৌতমকে হুমকি দিতে শোনা যায়। গত ২৭ এপ্রিল সকেত হোটেলে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার থেকে আগত মানুষদেরকেও হুমকি দেন তিনি।
আরও পড়ুন: বিজেপির রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, দু’পক্ষের মধ্যে হাতাহাতি
এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে। তৃণমূল হাওড়ায় হারবে জেনে মানুষকে ভয় দেখাচ্ছে। বিজেপি বাংলার সকল ভোটারদের পাশে আছে। এইসব করে কোনও লাভ হবে না বলেও দাবি করে গেরুয়া শিবির।
দেখুন আরও অন্যান্য খবর: