ফরাক্কা: ভোটদানের হার বাড়ল কী করে? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফরাক্কায় নির্বাচনী প্রচারে গিয়ে বুধবার এই প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, হঠাৎ করে ভোটদানের হার ৬ শতাংশ বাড়ল কী করে? যেখানে বিজেপির ভোট কম সেখানে বেশি ভোট পড়েছে। আসল সত্যটা কী জানাক নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে সন্দিহান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নিরপেক্ষ ভূমিকা পালন করুক নির্বাচন কমিশন। কমিশনকে নিরপেক্ষ হতে হবে। বিজেপি শাসিত রাজ্যের ইভিএম ঢুকিয়ে দিতে পারে। ইভিএম মেশিন কারা তৈরি করেছে। মানুষ জানতে চায় ।
উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। তা নিয়ে হইচইও হয়েছিল রাজনৈতিক মহলে। ফের তিনি ওই অভিযোগ তুললেন। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, সব তথ্য মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসা হোক।
আরও পড়ুন: আমাকে কি অগ্নিপরীক্ষা দিতে হবে, প্রশ্ন কুণালের
আরও খবর দেখুন