হুগলি: রাস্তা নেই, ভোট নেই- এমনই পোস্টার হাতে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখালেন (Vote Boycott)। শনিবার সকালে বাড়ির কাজকর্ম বন্ধ রেখে রাস্তার দাবিতে সরব হন হুগলির পুরশুড়ার (Pursurah, Hooghly) হরিহর গ্রামের মহিলারা। তাঁদের অভিযোগ, বাম জমানার অবসানের পর তৃণমূলের ১৩ বছরের রাজত্ব চলছে। এখন বিজেপি বিধায়কও চুপ। কোনও দলই গ্রামের রাস্তা করে দেয়নি।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)
প্রত্যেকবার ভোট হওয়ার আগে মাপজোক করা হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ওই পর্যন্তই, ভোট মিটে গেলে আর কারও দেখা মেলে না। মহিলাদের বক্তব্য, সেই ছোটবেলা থেকে একই অবস্থা দেখে আসছেন। রাস্তাটির এমনই অবস্থা যে অল্প জলেই কাদা ভর্তি হয়ে যায়। তাই এবারে মহিলারা এক যোগে রাস্তার দাবিতে পথে নেমেছেন। তাঁদের হুঁশিয়ারি, রাস্তা না হলে তাঁরা ভোট দিতে যাবেন না।
আরও খবর দেখুন: