হুগলি: ভোটবঙ্গে ফের বোমায় আক্রান্ত শৈশব। পাণ্ডুয়ায় (Pandua of Hooghly) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভাপ দিনই বোমা বিস্ফোরণের (Bomb Explosion) মৃত্যু শিশুর। বল ভেবে খেলতে গিয়ে বোনা ফেটে মৃত্যু কিশোরের। বোমা ফেটে মৃত ১ শিশু আহত ২। ঘটনাটি ঘটে পান্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনীতে। বিস্ফোরণের জেরে এক শিশুর উড়ল হাত। গুরুতর জখম দুইকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। ২০ মে হুগলিতে পঞ্চম দফার নির্বাচন (Hooghly Lok Sabha Election 2024)। তার আগেই বোম মজুত রাখা নিয়ে উঠছে প্রশ্ন। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে তিন্না নেতাজী পল্লি কলোনীর এলাকার তিন ছেলে রাস্তায় একসঙ্গে ক্রিকেট খেলছিল। খেলার সময়ে বল গিয়ে পড়ে পুকুর পাড়ে। পুকুর পাড়ে আবর্জনার মধ্যে একটি বালতি রাখা ছিল। বাচ্চারা বল ভেবে তুলতে গিয়ে ওই বালতির মধ্যেই হাত ঢোকায়। তাতেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন।
অন্য খবর দেখুন