কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) সামনে বিক্ষোভ ঘরছাড়াদের। উলুবেরিয়া লোকসভার চন্দ্রপুর এলাকার ৬৭ টি পরিবার ঘরছাড়া। একাধিকবার প্রশাসনের দরজায় কড়া নেড়েও ঘরে ফিরতে পারেননি। মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। আমতায় তৃণমূল সাংসদ সাজদা আহমেদ ও বিধায়ক নির্মল মাঝির দিকে অভিযোগের আঙুল।
দেশ জুড়ে চরম তাপপ্রবাহের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম দফা। ৭ দফার ভোটে, প্রতি দফাতেই ভোট রয়েছে বাংলায়। শুক্রবার প্রথম দফায় ভোট হচ্ছে বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সকাল থেকে জেলায় জেলায় বেশকিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নিবিঘ্নে ভোট চলছে। শুরু থেকেই নজর ছিল শীতলকুচি-সহ সামগ্রিক কোচবিহারের দিকে। বেলা গড়াতে দেখা গেল বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও ছুটল গুলি কোথাও পাথর। ভোটগ্রহণ শুরু হওয়ার সাত ঘণ্টায় ৪৬৮টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ারে ১৫০, কোচবিহারে ২১৮ ও জলপাইগুড়িতে ১০০টি অভিযোগ জমা পড়েছে।
আরও পড়ুন: ৭ ঘণ্টায় ৪৬৮টি অভিযোগ পেল নির্বাচন কমিশন
শীতলকুচি (Sitalkuchi)তে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শীতলখুচির ছোট শালবাড়ি এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে (Trinamool-BJP clash) উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়কে। এদিন মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির। এই নিয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারিতে উত্তেজনা ছড়াল। কোচবিহারের দিনহাটায় বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে মেলে তাজা বোমা। নহাটায় বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে।
অন্য খবর দেখুন