মন্তেশ্বর: রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) গ্রেফতার হয়েছেন। মন্ত্রীর গ্রামের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পূর্বখাঁপুরে গ্রামের বাড়ি শুনশান। গ্রামে নামে, বেনামে প্রচুর সম্পত্তির রয়েছে মন্ত্রী ও তাঁর পরিবারের নামে বলে অভিযোগ বিরোধীদের। পূর্বখাঁপাড়া গ্রামে রয়েছে মন্ত্রীর বিলাশবহুল একটি বাড়ি। গোটা বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মোড়া। মন্ত্রীর বাড়ি লাগাও রয়েছে রেশন দোকান। এই রেশন দোকানটি তাঁর এক ভাইয়ের নামে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী তাঁর প্রভাব খাটিয়ে নিজের পরিবারের সদস্যদের নামেও রেশন দোকান সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিতে পিছু পা হননি। সেই সঙ্গে গ্রামে তাঁর পরিবারের প্রচুর স্থাবর,অস্থাবর সম্পত্তি রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। মন্তেশ্বরের বামুনপাড়া এলাকায় একটি আইআইটি কলেজ রয়েছে মন্ত্রীর ভাইয়ের নামে। ওই কলেজটি কয়েক বিঘা জমিতে তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির হানা দেওয়ার পরই ওই কলেজের সাইনবোর্ডটি রঙ দিয়ে মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, জ্যোতিপ্রিয়র পরিবারের অতিতে যত সম্পত্তি ছিল, মন্ত্রী হওয়ার পর তাঁর ও তাঁর পরিবারের সম্পত্তির পরিমান বহু গুন বৃদ্ধি পেয়েছে।
গ্রামবাসীদের সূত্রে খবর, মন্ত্রী নিজের গ্রামেও মন্ত্রিত্বের প্রভাব খাটাতে পিছু পা হত না। মন্ত্রীর ভয়ে পূর্বখাঁ পাড়া সহ আশপাশের গ্রামের মানুষ এতোটাই ভিত যে ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না তাঁরা।