কলকাতা: করম পুজোয় ছুটি ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন আদিবাসী কুড়মি সমাজের (Kurmi Protest) নেতা অজিত প্রসাদ মাহাত। দীর্ঘদিন ধরে এই করম পরবের জন্যে অন্দোলন চালিয়ে আসছিলেন। জেলায় ২৭ শতাংশ কুড়মি বসবাস করে। এছাড়াও এর আগে এই করম পরবকে সেকশনাল ছুটি দিয়ে ছিল রাজ্য সরকার। বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ ভাদু পুজোর দিন জাগরণ হয়, উপোস করে পুজার্চনা করা হয়, এই পরব সম্পূর্ণ মহিলারা পালন করে। বিশ্বকর্মা পুজোর দিন সকালে বিসর্জন করা হয়।
আদিবাসী কুড়মি সমাজ করম পরবকে পূর্ণদিবস ছুটির দাবি করছিলেন। বৃহস্পতিবার নবান্ন থেকে এই ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণায় খুশি কুড়মি সমাজ। এই জন্যে শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারের দেখা করে পুষ্পস্তবক ও মিষ্টি উপহার দেন। তিনি বলেন, জেলার প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। এর জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, রাজ্যের মমতার সরকার কুড়মি জাতিকে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে ছিলেন। পরে কমান্ড ফর জাস্টিফিকেশন রিপোর্ট না পাঠানোর জন্য আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছিলাম। আমরা চাই মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে এই রিপোর্ট পাঠান। তারপরে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামব। আমরা আগেই ঘোষণা করেছি আগামী ২০ সেপ্টেম্বর ৩ রাজ্যে আবার রেল রোকো হবে। এই রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষাতেও তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে রেল রোকো করা হবে। যদি রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠিয়ে দেয় সরকার তাহলে আমরা ঝাড়খণ্ড ও ওড়িশা রেলের চাকা গড়াতে দেব না।
আরও পড়ুন: সন্ধ্যা নামলেই বাইক বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ অশোকনগরের বাসিন্দারা
উল্লেখ্য, নবান্ন থেকে সবে বরাত এবং করম পুজোতে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, বাংলা কাউকে বঞ্চিত করে না। ছুটি ঘোষণা করতেই খুশির হাওয়া বইছে সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষের মধ্যে।