কলকাতা: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আইনি জটে আবারও আটকে গেল উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই স্থগিতাদেশ দেন। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় একাধিক অনিয়ম আছে, এই অভিযোগ তুলে একাধিক মামলা জমা পড়েছিল আদালতে। তার ভিত্তিতে বুধবার এই রায় দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: পুজোর আগে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ: মমতা
দিনদশেক আগে নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগে আপার প্রাইমারিতে ১৪ হাজার এবং প্রাথমিকে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হবে। এই সাড়ে ২৪ হাজার শিক্ষক পুজোর আগেই কাজে যোগ দেবেন। পুজোর পরে আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। ২২ জুন প্রকাশিত হয় আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। ১৪ হাজার ৩৩৯ জন প্রার্থীকে ইন্টারভিউয়ে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন। তবে কবে এবং কী পদ্ধতিতে ইন্টারভিউ হবে তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ অনলাইনে নয়, হবে অফলাইনে
এদিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরেই অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী।তাঁদের অভিযোগ, কম নম্বর পাওয়া অনেকের নামই তালিকায় ঠাঁই পেলেও বেশি নম্বর পাওয়া অনেক প্রার্থীই বাদ গিয়েছে। ইন্টারভিউয়ের তালিকায় মোট নম্বরের উল্লেখ নেই বলেও অভিযোগ করেন তাঁরা। স্কুল সার্ভিস কমিশনের সদর দফতরের সামনে দফায় দফায় বিক্ষোভও দেখান চাকরি প্রার্থীরা। কিন্তু এসএসসি-র তরফে কোনও সদুত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হন তাঁরা।