কলকাতা: অ্যাসিড আক্রান্ত নাবালিকাকে (Acid Attack Minor) আরও সাড়ে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাজ্য বরাদ্দ করেছিল ৩ লক্ষ। অ্যাসিড আক্রান্তদের জন্য সর্বভারতীয় প্রকল্প রাজ্য কেন এখনও কার্যকর করেনি, সেই প্রশ্নে তীব্র সমালোচনা করেছে হাইকোর্ট।
সপ্তদশী নাবালিকার সঙ্গে তার ১৪ বছরের ভাইও অ্যাসিডে আক্রান্ত হয়। ভাইকে সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। হাইকোর্টকে মেয়েটি জানান, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির এই বিষয়ে নির্দিষ্ট প্রকল্প রয়েছে। যে প্রকল্প সুপ্রিম কোর্ট দেশের প্রতিটি রাজ্যকে কার্যকর করতে বলেছে।
আরও পড়ুন: নয়ডার বাংলো থেকে উদ্ধার সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ, গ্রেফতার স্বামী
ওই প্রকল্প অনুযায়ী আক্রান্তের মুখের বিকৃতি ঘটলে ন্যূনতম ৭ বা আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বয়স ১৮ বছরের কম হলে, ওই ন্যূনতম অর্থের ৫০ শতাংশ অতিরিক্ত দিতে হবে। এই কারণেই মেয়েটিকে ৭ লক্ষ এবং সাত লক্ষের পঞ্চাশ শতাংশ, অর্থাৎ, আরও সাড়ে তিন লক্ষ টাকা দিতে হবে। বিচারপতি শেখর ববি সারাফের নির্দেশ, মোট সাড়ে ১০ লক্ষ টাকা তাকে চার সপ্তাহের মধ্যে দিতে হবে। সেই সঙ্গে নালসার প্রকল্পটি রাজ্যে আট সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে।