কলকাতা: দার্জিলিঙে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতি বিজড়িত বাড়ির সংস্কারে অবিলম্বে অর্থ বরাদ্দের নির্দেশ দিল হাইকোর্ট।
১৯২৫ সালের ১৫ ই মে সাস্থ্যোদ্ধারের জন্য ‘স্টেপ এসাইড’ নামের এই বাড়িতে আসেন দেশবন্ধু। নৃপেন্দ্র নারায়ণ সরকারের এই বাড়িতে থাকাকালীন ১৭ জুন তিনি মারা যান। তাঁর সঙ্গে দেখা করে পাঁচ দিন এই বাড়িতে ছিলেন মহাত্মা গান্ধী। পরবর্তীকালে বাড়িটি সরকার পরিবার এক ট্রাস্টের হাতে তুলে দেয়। জাতীয় সম্পদ ঘোষিত এই বাড়িতে দেশবন্ধুর স্মৃতিতে তৈরি হয় মিউজিয়াম।
আরও পড়ুন: এসটিএফের জালে ধৃত পাকিস্তানি গুপ্তচর
বাড়িটির অবিলম্বে সংস্কার করে জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে জনস্বার্থ মামলা হয়। রাজ্য সরকার জানায়, দার্জিলিংয়ের জেলা শাসক ২৮ জুলাই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অতিরিক্ত মুখ্যসচিবকে এর সংস্কারের জন্য অর্থ চেয়ে চিঠি দিয়েছিলেন। চাওয়া হয়েছিল প্রায় ৩০ লক্ষ টাকা। ওই অর্থ বরাদ্দের জন্য আদালত দ্রুত প্রশাসনিক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।