কাকদ্বীপ: প্রশাসনের আশ্বাস পেয়ে অবশেষে প্রত্যাহার করে নেওয়া হল বেসরকারী বাস বন্ধের সিদ্ধান্ত। এদিন প্রত্যাহার করে নিল বাস সংগঠন।
অবশেষে তুলে নেওয়া হল বাস ধর্মঘট। মঙ্গলবার সকাল থেকে আবারও চলবে বেসরকারি সব বাস ও মিনিবাস।
উল্লেখ্য, অবৈধ যান বন্ধের দাবি সহ একগুচ্ছ দাবীতে সোমবার থেকে টানা ৩ দিন সুন্দরবন ও ডায়মন্ড হারবার জোনের সমস্ত বাস ও মিনিবাস বন্ধের ডাক দিয়েছিল জয়েন্ট কমিটি অফ বাস অপারেটস অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনার শাখা সংগঠন। তবে অবশেষে সোমবার রাত থেকে উঠে গেল সেই বাস ধর্মঘট। কিন্তু একদিনের এই বাস ধর্মঘটের ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। সোমবার সকাল থেকে ডায়মন্ড হারবার সহ সুন্দরবন এলাকার সমস্ত রুটের বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। ফলে সাধারণ মানুষজন বিভিন্ন কাজে বের হয়ে সমস্যায় পড়েন। প্রশাসনের আশ্বাস পেয়ে এবং সাধারণ মানুষের কথা ভেবে প্রত্যাহার করে নেওয়া হলো বাস ধ
র্মঘট।