বিগত কয়েকদিন ধরেই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। সোমবার রাজ্যে আবহাওয়ার সামান্য উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে থাকবে মেঘলা আকাশ কোথাওবা আংশিক মেঘলা আকাশ।
আরও পড়ুনঃ স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে খুন স্বামী
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে সোমবার কিছুটা বৃষ্টির প্রভাব কমবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। সোমবার কলকাতায় থাকবে মেঘলা আকাশ। মাঝে মাঝে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৯ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৭ শতাংশ। হাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১৩.৮ মিলিমিটার।
আরও পড়ুনঃ বড় সাফল্য সেনার, এনকাউন্টারে খতম ৩ জঙ্গি
মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবারও চলবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে। হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতাতে। উত্তরবঙ্গে আজ দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি।
আরও পড়ুনঃ নির্মীয়মাণ স্কুল ভেঙে মৃত ৫
রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। হাওয়া অফিস সূত্রে খবর, এ বছর স্বাভাবিক বৃষ্টিপাত হবে রাজ্যে।