ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভেসে গেল ফালাকাটা ব্লকের মুজনাই নদীর (Mujnai River) সাঁকো। যার জেরে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। গতকাল সারারাত মুষলধারে বৃষ্টি (Heavy Rain) হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে (North Bengal District)। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে মুজনাই নদী পারাপারে বেশ কয়েকটি বাঁশের সাঁকো রয়েছে। গতকাল প্রবল বৃষ্টির জেরে মুজনাই নদীতে জলস্তর বৃদ্ধি পায়। যার কারণেই ভেসে যায় উত্তর দেওগাঁওয়ের লকিয়তউল্লাহ ঘাটের সাঁকো, পশ্চিম দেওগাঁওয়ের ছপরের ঘাট এবং নিরাশার ঘাটের সাঁকোগুলি।
লকিয়তউল্লাহ ঘাটে অবশ্য এখন নৌকা চলাচল শুরু হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, যুগ যুগ ধরে এই সমস্যায় ভুগছেন ৫০ থেকে ৬০ হাজার সাধারণ মানুষ। বর্ষাকালে নৌকা করে নদী পারাপার করতে হয়। শুকনো মরসুমে নির্মাণ করা হয় বাঁশের সাঁকোগুলি।
আরও পড়ুন: তিনদিন চলবে প্রবল ঝড়বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে?
ভুক্তভোগীদের অভিযোগ, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে মন্ত্রী, তাঁরা বারবার প্রতিশ্রুতি দিলেও লকিয়তউল্লাহ ঘাটে পাকা সেতু নির্মাণের কাজে হাত লাগানো হচ্ছে না। প্রসঙ্গত, এই লকিয়তউল্লাহ ঘাট পেরিয়েই মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি এবং বীরপাড়া যাতায়াত করতে হয় দেওগাঁওয়ের বাসিন্দাদের।
দেখুন অন্য খবর: