ওয়েব ডেস্ক: বুধবার সকাল থেকে হালকা রোদ উঁকি দিলেও আকাশ কিন্ত মেঘলা (Cloudy Weather)। গতকাল মঙ্গলবার সেভাবে বৃষ্টির (Rain) দেখা মেলেনি। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ভ্রুকুটি দেখাচ্ছিল তা গতিপথ বদলেছে। হাওয়া অফিসের সম্ভাবনা অনুযায়ী সেই নিম্নচাপ ঝাড়খণ্ডে (Jharkhand) সরে গিয়েছে। যার ফলে আপাতত প্রবল বর্ষণের (Heavy Rain) সম্ভাবনা নেই রাজ্যজুড়ে। তবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা রয়েছে। আগামী ৭ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে চাপ বাড়াচ্ছে মৌসুমী অক্ষরেখা।
এই অক্ষরেখা দিঘার (Digha) উপর দিয়ে গিয়েছে। তা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর (Bay of Bengal) পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিন্তু নিম্নচাপ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির চাপ কমিয়েছে। আজ বুধবার বৃষ্টি কমবে। তবে ফের বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার থেকে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। আজ বুধবার আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। অন্যদিকে, নিম্নচাপ উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে অবস্থান করায় উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার বেশ কিছু জেলা ভিজতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে বিজেপি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিশ ঘনিষ্ঠ রবীন্দ্র চহ্বান
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান (Burdwan), বীরভূম (Birbhum), পুরুলিয়া (Purulia) এবং দক্ষিণ ২৪ পরগনা । এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টিতে ভিজবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া (Nadia), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই সময়ে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী বুধবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। শনিবারের ছবিও এক। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে রবিবার থেকে মুড বদলাবে আবহাওয়ার। বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গ জুড়ে। ছুটির দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বৃষ্টি জারি রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে পাঁচ জেলায়। বাতাসে আর্দ্রতা থাকার কারণে স্বস্তি মিলবে না উত্তরবঙ্গবাসীর। তবে শুক্রবার থেকে আবহাওয়া আরামদায়ক হবে।
দেখুন অন্য খবর