কলকাতা: হাড়হিম করা ঠান্ডার মধ্যে মকর সংক্রান্তির ভোর থেকে ঘন কুয়াশার আলোয়ানে ঢাকা পড়েছিল গোটা রাজ্য। এখন ও সেই আবহাওয়া অব্যাহত। মহানগরীসহ দক্ষিণবঙ্গে কুয়াশার জেরে বহু ট্রেন দেরিতে চলছে। বিশেষ করে অফিসযাত্রী ও স্কুল-কলেজের পড়ুয়ারা ট্রেন দেরিতে চলায় অসুবিধায় পড়েছেন।
ডিসেম্বর থেকে লুকোচুরি খেলতে খেলতে জাঁকিয়ে শীত নেমেছে কলকাতাসহ রাজ্যে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এমনই জাঁকিয়ে শীত থাকবে শহরে। এদিন কলকাতায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দার্জিলিংয়ের সঙ্গে ঠান্ডার টি ২০ ম্যাচ বাঁকুড়া-পুরুলিয়ার
শহর থেকে জেলা, হাড়কাঁপানো ঠান্ডার জোরাল দাপট সর্বত্রই। এদিন সকাল ৯টায় মেদিনীপুর শহরের দখল নিয়েছে ঘন কুয়াশায়। মেদিনীপুর শহরের ২৫টা ওয়ার্ডের সব জায়গাতেই একই অবস্থা। এছাড়াও মেদিনীপুর শহরের আশপাশেও প্রায় একই চিত্র। সকালে দুচাকা, চারচাকা গাড়িকে হেডলাইট জ্বেলে চলাচল করতে দেখা গেল। দুর্ঘটনা এড়াতে প্রত্যেক গাড়ি চলছে ধীরগতিতে। এর সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে হাড়ে কাঁপুনি ধরানো ঠান্ডা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন এমন জাঁকিয়ে ঠান্ডা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে প্রবল শীত পড়বে। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে। ঠান্ডার দাপট থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।
দেখুন আরও অন্যান্য খবর: