কলকাতা: পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তথা মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্যকে (Madhusudan Bhattacharya) ছুটিতে পাঠানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালত শিক্ষা দফতরের সচিবকে দ্রুত ওই নির্দেশ কার্যকর করতে বলেছে।
পর্ষদের আপার ডিভিশন ক্লার্ককে দিয়ে হলফনামা জমা দেওয়ায় পর্ষদ চেয়ারম্যানের উপর ক্ষুব্ধ হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, এক শিক্ষকের বদলি সংক্রান্ত আবেদনের বিষয়ে চেয়ারম্যানকে হলফনামা দিতে হবে। কিন্তু মধুসবদন নিজে তা না দিয়ে এক ক্লার্ককে দিয়ে হলফনামা জমা দেন। আদালতে পর্ষদের চেয়ারম্যান জানান, তিনি করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন বলেন নিজে হলফনামা জমা দিতে পারেননি। এর জন্য মধুসূদন আদালতে ক্ষমাও চান।
আরও পড়ুন: ISF Leader Arrested | গণনার রাতে ভাঙড়ে গুলি, অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত আইএসএফ কর্মী
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) বলেন, অসুস্থ হলে পদত্যাগ করুন। অন্যলোক কাজ করবেন। আমি মনে করি আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে আপনি অপারগ। এরপরই বিচারক নির্দেশ দেন শিক্ষা সচিব এই চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়া ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করবে। পরে অবশ্য সংশোধন করে বিচারপতি জানান, চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর পাঠাতে হবে।