মু্ম্বই: মণিপুরের (Manipur) দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর এবং শারীরিক নির্যাতনে ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। রাজনৈতিক নেতা-নেত্রীর পাশাপাশি বিভিন্ন ক্রীড়াবিদ এই ঘটনায় সরব হয়েছেন। মীরবাই চানুর(Mirabai Chanu) পর মণিপুরের ওই অস্বাভাবিক ঘটনার প্রতিবাদে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)।
বৃহস্পতিবার হরভজন একটি টুইট(Tweet) করেন। সেখানে তিনি লেখেন, “আমি যদি বলি, রেগে আছি তবে সেটা অনেক কম বলা হবে। রাগে আমি চুপ হয়ে গিয়েছি। মণিপুরে যা ঘটেছে, তা দেখে লজ্জা করছে আমার। দোষীদের যদি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, তাহলে মানুষ বলে নিজেদের পরিচয় দেওয়া যাবে না। এই ঘটনার কথা জেনে আমার অসুস্থ লাগছে। বাড়াবাড়ি হয়েছে, সরকারের উচিত এখনই ব্যবস্থা নেওয়া।” ভাজ্জি এই পোস্ট ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
আরও পড়ুন: 21 July | Mamata Banerjee | ইন্ডিয়া কি নির্বাচনী জোট ? সিপিএম, তৃণমূলের মতবিরোধ
প্রসঙ্গত, ওই দুই মহিলাকে পুলিশের (Police) হাত থেকে ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। যদিও সেকথা অস্বীকার করেছে পুলিশ। ওই পুলিশ কর্তার সাফাই সেদিন উত্তেজিত জনতা থানা আক্রমণ করে। তারা অস্ত্র লুটের চেষ্টা করছিল। পুলিশ থানা বাঁচাতে ব্যস্ত ছিল। নির্যাতিতা দুই মহিলার মধ্যে একজনের অভিযোগ, আমাদের গ্রাম আক্রমণ করার সময় পুলিশ সেখানে ছিল। পুলিশই আমাদের বাড়ির কাছ থেকে নিয়ে আসে কিছুদূর গিয়ে আমাদের রাস্তায় ছেড়ে দেয়। ওদের হাতে পুলিশই আমাদের তুলে দিয়েছে বলে অভিযোগ এক মহিলার।
নারী নির্যাতনের এহেন বর্বর ঘটনার সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। মুখ পুড়েছে দেশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পর্যন্ত মণিপুর নিয়ে তাঁর মৌনী ভেঙেছেন। তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাফাই দিয়ে বলেন, হিংসাত্মক ঘটনা নিয়ে প্রায় ৬ হাজার এফআইআর (FIR) হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পরই পুলিশ এই কেসটার খোঁজে নেমে পড়ে। মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। চারজনের মধ্যে একজন হল ৩২ বছরের হুইরেম হিরোদাস মেইতি। অন্যদের পরিচয় জানাতে অস্বীকার করেছে পুলিশ।